বিশেষ প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বড় পরিসরে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের আওতায় গত ১০ মাসে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মোট ১ হাজার ৪৪১ জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
কল্যাণ অনুদান কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সালের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক-সন্তানকে এককালীন বৃত্তি বাবদ ৫৫ লাখ ২৬ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিকেল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। একই দিনে ১২৭ জন সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের মাঝে ৮৯ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।
এছাড়া, গণঅভ্যুত্থানে শহিদ ৫ জন সাংবাদিকের পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং আহত ২৬ জন সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
২০২৪ সালের ২২ মার্চ, ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এই তালিকায় ছিল ১১টি মৃত সাংবাদিকের পরিবার এবং ১৯২ জন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক।
সর্বশেষ, ২০২৪ সালের ৩ জুন ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়, যার মধ্যে মৃত সাংবাদিকের পরিবার ছিল ১৪টি।
অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য কল্যাণ অনুদান প্রদান একটি চলমান প্রক্রিয়া। এটি আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যেকোনো সময় নির্ধারিত ফর্মে আবেদন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কল্যাণ অনুদান পাওয়া সম্ভব, যা নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের পর মঞ্জুর করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )