নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়, রংপুরে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে "জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং" বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিগত প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এআই এবং জেনারেটিভ এআই বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক।
তিনি বলেন, “এই চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে এক লক্ষ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রশিক্ষণকে সময়োপযোগী করা হবে।”
রংপুরের মানুষের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, “এই কারণেই রংপুর থেকে আমরা এই প্রশিক্ষণের যাত্রা শুরু করেছি।”
বিশেষ সহকারী আরও জানান, মোবাইল আইসিটি ল্যাব এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে ট্রেনিং-সুবিধা সম্পন্ন যানবাহন ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় গিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি বলেন, “বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণে রংপুর পিছিয়ে পড়েছে। তাই প্রযুক্তির মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা হচ্ছে।”
প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে তিনি জানান, “জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পাশাপাশি একটি পাইলট প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। প্রথম ধাপে স্কুল-কলেজে ৪২ ঘণ্টার একটি প্রাথমিক আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর সেই লার্নিং বিশ্লেষণ করে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে মাদ্রাসাগুলোকেও এই কর্মসূচির আওতাভুক্ত করা হবে।”
তিনি আরও বলেন, “এজ প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি আরআইসি ল্যাব (Research and Innovation Center) স্থাপন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি হয়।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের ভূমি রংপুর থেকে এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নির্দেশনায় জুলাই যোদ্ধাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের স্বপ্নের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন।”
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্যে রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো. রনি মিয়া বলেন, “জুলাই যোদ্ধাদের জন্য দীর্ঘমেয়াদী আইসিটি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সেইসাথে প্রতিটি প্রশিক্ষণার্থীকে একটি করে কম্পিউটার দেওয়ার জন্য বিশেষ সহকারীর নিকট অনুরোধ জানাচ্ছি।”
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ধাপে ধাপে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ আগস্ট ২০২৫ থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ লাভ করবেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )