সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ বুধবার (৫ মার্চ) লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয় শংকরের উপর হামলার চেষ্টা চালিয়েছে একদল খলিস্তানি। এবার সেই ঘটনায় মুখ খুলল ভারতীয় বিদেশমন্ত্রক। গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের অভিযোগ তুলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতি জারি করে বার্তা দেওয়া হয়েছে ব্রিটেন সরকারকে ও। বৃহস্পতিবার (৬ মার্চ) বিদেশ মন্ত্রক জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, " বিদেশমন্ত্রী এস জয় শংকরের ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লংঘনের ফুটেজ আমরা দেখেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের এই উস্কানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই। আমরা আশা করি, ব্রিটেন সরকার এই ঘটনায় তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরুপে পালন করবে।" মঙ্গলবার (৪ মার্চ) ব্রিটেন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয় শংকর। বুধবার (৫ মার্চ) রাতে একটি আলোচনায় যোগ দিতে চ্যাথাম হাউসে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে একদল খলিস্তানি বিক্ষোভ দেখাচ্ছিলেন। খলিস্তানি পতাকা উড়িয়ে স্লোগান ও দিচ্ছিলেন তাঁরা। এরপর আলোচনা সেরে বেরোনোর সময়ই এক খলিস্তানি আক্রমণাত্মকভাবে জয় শংকরের কনভয়ের দিকে ছুটে আসে। এরপর সেখানে দাঁড়িয়েই পুলিশের সামনে ভারতের পতাকা ছিঁড়ে ফেলে। প্রথমে পুলিশ পদক্ষেপ নিতে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কিছুক্ষণ পরে হামলাকারী ও বাকি বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পরই বিদেশের মাটিতে জয় শংকরের মতো ভিভিআইপির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )