নিজস্ব প্রতিনিধিঃ
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক গোল টেবিল আলোচনায় প্রেস সচিব বলেন, “গত ১৫ বছর বাসস, বিটিভি ও বেতারে কাদের নিয়োগ দেয়া হয়েছে তা ক্ষতিয়ে দেখা উচিত। অধিকাংশই স্বজনপ্রীতি ও দুর্নীতি করে নিয়োগ দেয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’র সঙ্গে আমি একমত। কোনো গণমাধ্যমের মালিক সাংবাদিক ইউনিয়নের নেতা হতে পারবে না।”
আলোচনায় গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )