সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের রাজধানী দিল্লিতে ফের গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। দিল্লি আর কে পুরম থানা এলাকা থেকে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিল্লি পুলিশ জানিয়েছেন, আর কে পুরম থানার একটি টিম দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ধৃতের নাম আফাজউদ্দিন গাজী(৪০)। তিনি বাংলাদেশের ঢাকা জেলার মুন্সিগঞ্জ থানার সাইগুরা গ্রামের বাসিন্দা। বাংলাদেশি গ্রেফতারের অভিযান এখনও অব্যাহত রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )