মোঃমশিউর মিন্টু
ফরিদপুর ব্যুরো ঃ
ফরিদপুরের নগরকান্দায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরকান্দা উপজেলা শাখা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা কামরুজ্জামান, মাওলানা মুহসিনউদ্দিন, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুল আজিজ এবং সিকদার মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )