সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ
ক্রিকেট খেলার মাঠে বজ্রপাত ! প্রাণ গেল এক উদীয়মান ক্রিকেটারের। রবিবার (২৩ মার্চ) সকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুড়া থানার বিশপুরিয়া হাইস্কুল মাঠে। নিহতের নাম মিলন পতি( ২৬)। তাঁর বাড়ি হুড়া থানা এলাকার গ্রামেই। স্থানীয় এলাকাবাসীর সূত্রে প্রকাশ, ছুটির দিন বিশপুরিয়া হাইস্কুল মাঠে ক্রিকেট খেলা চলছিল। হঠাৎই ক্রিকেট খেলা চলাকালীন মাঠে বজ্রপাত হয়। আঘাত পান মিলন। এক সিভিক ভলান্টিয়ারের প্রচেষ্টায় হুড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভাল চিকিৎসার জন্য সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর আগেই মৃত্যু হয়েছে যুবকের। উল্লেখ্য, গত ৪দিনে জেলায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পর পর এই বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )