মো লোকমান হাকিম রুমা, বান্দরবান প্রতিনিধি
শুক্রবার(২৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় রুমা জোনের আওতাধীন বেথেলপাড়ায় রুমা জোন (৩৬ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় রুমা বেথেলপাড়ায় রুমা জোনের (৩৬বীরের) উদ্যোগে ২৫ জন ডেন্টাল, ৪১জন গাইনি,২১ জন শিশু ২৭ জনকে মেডিসিন প্রদানসহ মোট ১৪১ জন পাহাড়িদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যের ঔষধ বিতরণ করা হয়।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন,মেজর রিফাত বিন আলম, প্রসুতি ও গাইনি বিশেষজ্ঞ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স,বান্দরবান রিজিয়ন।ও মেজর লুবনা, ডেন্টাল বিশেষজ্ঞ, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স, বান্দরবান রিজিয়ন। ক্যাপ্টেন মোঃফারুক আরএমও- ৩৮ ইবি,রুমা জোন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিএ-৯২২২ মেজর পারভেজ ইমন, জিএসও-২ (ইন্ট)৬৯ পদাতিক ব্রিগেড।ও ক্যাপ্টেন সাইফ,৩৬ বীর,রুমা জোন।
জোনের অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )