এস এম মিন্টু বান্দরবান।
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের জন্য খাদ্যসামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে বান্দরবানের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের জি- টুআই মেজর পারভেজ রহমান। এ সময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে জি-থ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পেঁয়াজ প্রদান করা হয়। এছাড়া মসজিদের ইমামকে একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমারি, ঘর তৈরির জন্য ১০ বান ঢেউটিন ও ৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপশি আর্থিক অনুদান ও প্রদান করা হয়। মানবিক সহায়তা প্রদানকালে মেজর পারভেজ রহমান বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বান্দরবান জেলা। এখানে বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়ন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে দীর্ঘ পাঁচ দশক ধরে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, বিপদে-আপদে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বন্ধু। তারই ধারাবাহিকতায় বান্দরবান সেনা রিজিয়ন অসহায় ও দুস্থদের সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )