মাধবপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শিশু আছিয়াসহ সারা দেশে চলমান সকল ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নোয়াপাড়া-মাধবপুর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল নোয়াপাড়া রেলস্টেশন থেকে নোয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এতে একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা সৈয়দ মাহাদি হাসান, তামিম মিয়া, রায়হান আহমেদ সম্রাট ও সাইফুল ইসলাম তালুকদার, মোছাঃ বর্ষা সহ প্রমুখ।
এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, "তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া"। তাঁরা ধর্ষণকারীকে দ্রুত প্রকাশ্যে পাথর মেরে হত্যা শাস্তির দাবি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )