ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ঢাকায় সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার সচিবালয়ে ফয়েজ আহমদ তৈয়্যবের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট ও উদ্ভাবনী জাতি হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ।”
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ডিজিটাল রূপান্তরে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।
> বিষয়টি জানানো হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )