কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ মোঃ জাকারিয়া হোসেন
আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রায়গঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ–এর ওপর অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে রায়গঞ্জ পেট্রোল পাম্পের সামনে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে রনি, খাইরুল,শহিদুল সহ আরও কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র রামদা নিয়ে আমজাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথা ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতরভাবে জখম করে এবং পরে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় রায়গঞ্জ ইউনিয়নসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যুবদল ও স্থানীয় নেতাকর্মীরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা হামলার স্বীকার আমজাদের জন্য দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )