নিজস্ব প্রতিবেদকঃ
গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে সাংবাদিকদের ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার সুপারিশের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর মন্তব্য করেছেন, সাংবাদিকদের স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার প্রস্তাব সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতে পারে। তিনি বলেন, সাংবাদিকতা একটি দক্ষতা ও অভিজ্ঞতার বিষয়, যা স্নাতক ডিগ্রির মাধ্যমে নির্ধারণ করা যায় না।
সৈয়দ ফজলুল কবীর বলেন, “সাংবাদিক হতে হলে ডিগ্রির প্রয়োজন নেই। সাংবাদিকতার মূল যোগ্যতা হলো অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাদারিত্ব। একজন সফল সাংবাদিক হওয়ার জন্য শুধুমাত্র স্নাতক ডিগ্রি অর্জন যথেষ্ট নয়।” তিনি আরো জানান, অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে, যেমন বিবিসি, স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক নয়। সেখানে সাংবাদিক হতে হলে দক্ষতা, মনোযোগ এবং সত্য প্রকাশের নৈতিকতা সবচাইতে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “এটি সত্য যে বিশ্ববিদ্যালয় শিক্ষা গুরুত্বপূর্ণ, তবে সাংবাদিকতার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন, তা কেবল ক্লাসরুমে শেখানো সম্ভব নয়। মাঠে কাজ করার মাধ্যমে সাংবাদিকতা শেখা হয়, এবং এর জন্য স্নাতক ডিগ্রির প্রয়োজন নেই।”
সৈয়দ ফজলুল কবীর আরও বলেন, “ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করছেন, তাদের অবস্থা অনেকটা অনিশ্চিত। তাদের জন্য যদি স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়, তাহলে তা তাদের কাজের সুযোগকে সীমাবদ্ধ করবে এবং তাদের জন্য আরো কঠিন পরিস্থিতি তৈরি করবে। সরকারের উচিত হবে এসব সাংবাদিকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা।”
শেষে তিনি বলেন, “সাংবাদিকতার বিকাশের জন্য প্রয়োজন প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং একটি সহায়ক পরিবেশ। স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করায় কেবল একটি শ্রেণির মানুষ সুবিধা পাবে, আর অনেক প্রতিভাবান মানুষ পিছিয়ে পড়বে।”
এছাড়া তিনি সরকারের কাছে এমন সুপারিশ পুনর্বিবেচনা করার আহ্বান জানান, যা দেশের সব সাংবাদিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )