সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি,
এবার ফের ভারতের রাজধানী দিল্লিতে ধর্ষণের শিকার হলেন বিদেশী পর্যটক। সোশ্যাল মিডিয়ায়
আলাপ হওয়া ব্রিটেনের তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, অভিযুক্ত যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় ওই ব্রিটিশ তরুণীর। ২ জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্তের সঙ্গে দেখা করতেই দিল্লিতে ছুটে আসেন ওই তরুণী। তারপর হোটেলে দেখা করতেই এই কান্ড ঘটে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানী দিল্লির মহিপালপুর শহরের এক হোটেলে ধর্ষণের ঘটনাটি ঘটে। জানা যায়, অভিযোগ পেয়ে সেখান থেকেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। শ্লীলতাহানির দায়ে তার এক বন্ধুকেও আটক করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে ব্রিটিশ দূতাবাসে জানানো হয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )