বিশেষ প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট সাধারন শিক্ষার্থীরা মহামান্য হাইকোর্টের রায়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

আজ১৯ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাক্ষণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড় অবরোধ করেন,তারা জানান গতকাল মহামান্য হাইকোর্ট ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দেয় যার ফলে, যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ % কমে যাবে। এবং বেকারত্ব বেরে যাবে ডিপ্লোমা পাস করা সাধারন ছাত্রদের, তাই হাইকোর্টের এই সিদ্ধান্তের প্রতিবাদে "ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট"সাধারণ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ ঘন্টার ও অধিক সময় শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।সব শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিজয় নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসকের প্রতিনিধিরা উপস্থিত হয়ে আন্দোলনকারিদের মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন এবং সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )