সুজন চক্রবর্তী, ভারত
প্রতিনিধিঃ হোলির অনুষ্ঠানের মধ্যেই বিপর্যয়। ভারতের গুজরাটের রাজকোটে একটি আবাসনে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৩ জনের। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, রাজকোটের ১৫০ ফুট রিং রোডে অ্যাসলান্টিস ভবনে আগুন লাগে। এখনও ওই আবাসনের ভিতরে প্রায় ৩০ জন আটকে রয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) ওই আবাসনে হোলির অনুষ্ঠান চলছিল। সেই সময় কোনওভাবে আগুন লেগে যায় আবাসনের ৭ তলার একাংশে। খবর দেওয়া হয় দমকলকে। ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা ৫০ জনকে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অনুমান ৩০ জন এখনও আটকে রয়েছে আবাসনটিতে। উদ্ধার কার্য চলছে। তবে কি কারণে আবাসনটিতে আগুন লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে। পরে তা ছড়িয়ে পড়ে আবাসনের একাংশে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবাসনের নিচে ভিড় করেছেন স্থানীয়রা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )