নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘ক্যামেরা অ্যান্ড ক্রাউড: কাভারিং রেভ্যুলেশন’ শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল জাজিরার মিডিয়া ইনিশিয়েটিভ ব্যবস্থাপক ও খ্যাতিমান সাংবাদিক মোনতাসির মারাই।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে মোনতাসির মারাই বলেন, পশ্চিমা গণমাধ্যম মধ্যপ্রাচ্য ও প্রাচ্যের বিষয় উপস্থাপনে স্পষ্টভাবে পক্ষপাতমূলক আচরণ করে। তিনি বলেন, “ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের সংবাদের শিরোনামে ইসরায়েলের নাম প্রকাশ করা হয় না, অথচ ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার সংবাদের ক্ষেত্রে রাশিয়ার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়।” এই বৈষম্যমূলক উপস্থাপনকে পশ্চিমা মিডিয়ার পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে আল জাজিরার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। অভ্যুত্থানের পূর্বে আল জাজিরা দুটি প্রামাণ্যচিত্র প্রচার করে, যা দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলোপে বড় ভূমিকা রাখে।”
বাংলাদেশের জনগণের ফিলিস্তিনপ্রীতি নিয়ে মোনতাসির মারাই বলেন, “বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন, তা আমাকে অভিভূত করেছে।”
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাংবাদিকতা প্রসঙ্গে আলোচনার সময় তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা পশ্চিমা হেজিমনি দ্বারা প্রভাবিত। ফলে এর ব্যবহারে স্থানীয় সংস্কৃতি ও মতাদর্শ হুমকির মুখে পড়তে পারে।” তিনি সতর্ক করে দেন যে, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিন্তাভাবনা ও প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি।
সেমিনারের শুরুতে ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর মোনতাসির মারাই মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও পিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
© ২০২৬ একটি ই-প্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রকাশনা ( গভঃ রেজিষ্টার্ড )