ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

ঈদের আগেই চাকুরী হারালেন ৪০ শ্রমিক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ৬:০৯ সকাল

Link Copied!

সিলেট ব্যুরো

শ্রম আইন লংঘন ও কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর ইউপির বেজুড়া এলাকায় গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ যমুনা টেক্সটাইলের হুরাইনের অন্তত ৪০ কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে।ঈদপূর্বে এমন বিধিবহির্ভূত চাকরিচ্যুতির ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই শ্রমিকদের পরিবারে।বকেয়া কিংবা ক্ষতিপূরণ না পাওয়ায় আর্থিক দুরবস্থায়ও পড়েছেন ওইসব শ্রমিক-কর্মচারীরা।

এ ব্যাপারে ভুক্তভোগীরা শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গল অফিসে অভিযোগ জানিয়েছেন।

চাকরিচ্যুত ভুক্তভোগীরা হলেন- যমুনা টেক্সটাইলের প্রশাসনিক শাখার সহকারী মহাব্যবস্থাপনা(এজিএম) সুমন মিয়া,হুরাইন মেডিকেলের নার্স তৃপ্তি বেগম,শ্রমিক কুলসুম বেগম,শ্রমিক বাবুল মিয়া,শ্রমিক পপি সাঁওতাল,শ্রমিক মনির মিয়া,শ্রমিক আজিজুর রহমান,শ্রমিক জুয়েল মিয়া,কর্মচারি শাহানা আক্তার লামিয়াসহ অন্তত ৪০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়,এদের মধ্যে নারী শ্রমিক কুলসুম বেগমসহ কয়েকজনকে গতকাল(১৬ মার্চ) জোর করে।পদত্যাগ করানো হয়েছে।বাকী অধিকাংশদের ছাটাইয়ের ঘটনাও ঘটেছে সম্প্রতি । এদের মধ্যে কেউ কেউ ৩ বছর ৫ বছর ধরে চাকরিরত ছিল।হঠাৎ করে বিনা নোটিশেই কোন বকেয়া বা প্রফিডেন্ট ফান্ডের অর্থ প্রদান না করে তাদের ছাটাই করা হয়েছে।অধিকাংশদের না বলে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে।এছাড়া কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেয়ার অভিযোগও রয়েছে।এভাবে তারা চাকরি দিয়ে বিনা নোটিশে প্রায়।সময়ই তাদেরকে ছাটাই করে দেন,কেউ প্রতিবাদ করলে তাদেরকে ভয় ভীতি দেখানো হয়।

সম্প্রতি চাকরি হারানো কোম্পানিটির এজিএম সুমন মিয়া জানান,বিনা দোষে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।

ভুক্তভোগী স্থানীয় নারী শ্রমিক কুলসুম আক্তার জানান,আমি ৩ বছর ধরে এই কারখানাটিতে শ্রম দিয়ে আসছি।কিস্তির উপর আমার সংসার চলে। হঠাৎ করেই ম্যানেজার আনোয়ার স্যার জোর করে আমাকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়েছে।এর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এরকম অনেক মেয়েদেরকে পদত্যাগ করানো হয়েছে।

আরেক ভুক্তভোগী কর্মচারী শাহানা আক্তার লামিয়া জানান,আমি দক্ষতার সাথে কোম্পানিটিতে শ্রম দিয়ে আসছি। আজ আমাকে বিনা দোষে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়েছে।আমাকে ক্ষতিপূরণ কিংবা বকেয়া কিছুই প্রদান করেনি।এ নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদমূলক ভিডিও বক্তব্য দিয়েছি।

এসব বিষয়ে জানতে যমুনা টেক্সটাইলের প্রশাসনিক শাখার মহাব্যবস্থাপক(জিএম) রেজওয়ান আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি পরে জানাবেন। এরপর তাকে একাধিক ফোন ও মেসেজ দেয়া হলে তিনি ফোন ধরেন নি ও মেসেজের জবাব দেননি।

ভুক্তভোগী শ্রমিকদের মৌখিক অভিযোগ ও স্বয়োপ্রণোদিত হয়ে বিষয়টির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন শ্রম অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র শ্রীমঙ্গলের শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ মজুমদার,তিনি জানান,এভাবে শ্রমিকদের অপসারণ করা এক ধরনের অপরাধ।অনতিবিলম্বে এটি তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করব।শ্রমিকদের পাওনা আদায়ের সহায়তা করব,বিষয়টির বিস্তারিত প্রতিবেদনও সাংবাদিকদের সামনেও খোলাসা করে প্রকাশ করব।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা