ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে ইউএনও’র সহায়তায় বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় সুরুজের পরিবার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ৭:২২ বিকাল

Link Copied!

রংপুর বিভাগীয় প্রধানঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গ্রামের সুরুজ মিয়া (৫০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সম্প্রতি তার পেট অপারেশন করান। অপারেশন ও চিকিৎসায় নিঃস্ব হয়ে যায় তার পরিবার।
এর আগে তিস্তা নদীর তীব্র ভাঙনে শেষ আশ্রয় ঘরবাড়িসহ ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়। ফলে অসহায় অবস্থায় গত কয়েকদিন পূর্বে বাঁচার তাগিদে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এসে আশ্রয় গ্রহন করেন। এরপর থেকে খেয়ে না খেয়ে দিন কাটছিল তাদের।
সোমবার সকালে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে খবর পেয়ে দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম রাজারহাট রেলওয়ে স্টেশনে গিয়ে সুরুজ মিয়ার পরিবারের সার্বিক খোঁজখরর নেন।

পরবর্তীতে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মহোদয় সুরুজ মিয়ার পরিবারকে ২০ কেজি চাউল, ২কেজি ডাল, ১লিটার তেল, ২টি কম্বল,২প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন সুরুজ মিয়া। তিনি বলেন,স্যার হামাক নয়া করি বাঁচার স্বপ্ন দেখাইছে স্যার অনেক দিন বেঁচে থাক দোয়া করি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সুরুজ মিয়ার পরিবারকে এমতাবস্থায় আবাসনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার পরিবারকে সরকারি অন্যান্য সাহায্য-সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা