সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ গত ১৩ মাসে ভারত- বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় ২৬০০ জনের ও বেশি গ্রেফতার হয়েছেন। পরিসংখ্যান তুলে ধরল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার (১২ মার্চ) লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই একটি প্রশ্নের প্রেক্ষিতে লিখিত জবাব দিয়ে জানান, ২০২৪ সালে জানুয়ারি মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ২৬০০ জনের ও বেশি বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, গত বছর ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৬১ কোটি টাকার অবৈধ দ্রব্য বাজেয়াপ্ত করেছে। গত ১০ বছরে সীমান্তে মোট ২৮০৬ কোটি টাকার অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়,সীমান্ত সুরক্ষাকে আরও নিশ্ছিদ্র করতে রাতে বিশেষ ” নাইট ভিশন ক্যামেরা”র সাহায্য নিচ্ছে বিএসএফ। গোয়েন্দা তথ্যকে কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সমন্বয় রেখে চলছে বিএসএফ।