ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

চন্দনাইশে পুরষ্কার বিতরণী সভায় প্রাক্তন প্রো-ভিসি বেনু মাধব দে পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ মে ২০২৫, ১০:৫৩ বিকাল

Link Copied!

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর বেনু মাধব দে বলেছেন, পৃথিবীতে জ্ঞান চর্চার মতো ভালো কাজ আর কিছুই নেই। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সে জ্ঞান চর্চার জায়গা। যার পবিত্রতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। রাজনীতি মুক্ত রাখতে হবে প্রতিষ্ঠানকে, ব্যবসায়ীক মনোভাব নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ না করার আহবান জানান তিনি। বৃত্তির মাধ্যমে মেধাকে সম্মানিত করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্তদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীতে বৃত্তির পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিজয় ধরে রাখা কঠিন কাজ। প্রতিটি প্রতিযোগিতা আমাদেরকে নিয়ম-কানুন, শিষ্টাচার, সময়ানুভূতিতাসহ ২৫টি বিষয়ে শিক্ষা দেয়। নারী শিক্ষা দিন দিন পিঁছিয়ে যাচ্ছে। নারীরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট থাকতে হবে। শিক্ষার পাশাপাশি চিত্র বিনোদন, সৃজনশীলতা বৃদ্ধি করে। নিজেদের মধ্যে সেইগুণাবলী সৃষ্টি করতে হবে। বাংলাদেশের মতো কোন দেশে এতো মাদক নেই, মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে এর থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজতে হবে। মোবাইল প্রযুক্তি ব্যবহার শিক্ষা জীবনে খুব প্রয়োজন, এর থেকে ভালো দিক গ্রহণ করতে হবে। এক সময় মোবাইলের মাধ্যমে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠেবে। শিক্ষক বা প্রতিষ্ঠানে যাওয়া তেমন প্রয়োজন হবে না। তাই এর সৎ ব্যবহার করে নিজেদেরকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান ১০ মে (শনিবার) দুপুরে চন্দনাইশ বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, উম্মুল বশর, ডা. আবদুল ওয়াজেদ মাহমুদ, খুরশিদ সুলতানা, শিরিন মাছউদ, আবদুল মৃগণী মনছুর স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী, কৃষিবিদ আবদুল ওয়াহেদ মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর বেনু মাধব দে, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী নাজমুন মাহফুজ, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী সানু, ইয়াছমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আবদুল মাছউদ চৌধুরী, হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, ফেরদাউসুল ইসলাম খাঁন, আবুল কাশেম (ম্যাক), অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. শফি উল্লাহ খান, খায়ের ইবনে সাঈদ। প্রভাষক সাদিয়া ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ খালেদ মাহমুদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, মেধাবী শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা