ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

নগরকান্দায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ মে ২০২৫, ১০:৫৮ বিকাল

Link Copied!

মোঃমশিউর মিন্টু
ফরিদপুর ব্যুরো ঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌরসভার
জগদিয়া বালিয়া গ্রামে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে বিবাদী সরোয়ার জান গং দের বিরুদ্ধে।
ফরিদপুর জেলার নগরকান্দা থানার অন্তর্গত ১৯২ নং জগদিয়া বালিয়া মৌজার বি,এস খতিয়ান নং- ৫৯,বি, এস দাগ নং- ৯৩২,জমির পরিমাণ ১০ শতাংশের মধ্যে ৫ শতাংশ জমি নালিশি সম্পত্তি দাবী করে
বাদী – মোহাম্মাদ শহিদুল আলম ওরফে শহিদুর রহমান(৫৭) পিতা- মৃত- দলিল উদ্দিন, গ্রাম জগদিয়া বালিয়া, থানা- নগরকান্দা বিবাদী সরোয়ার জান মিয়া(৫৮),পিতা- মৃত – আজিম উদ্দিন মাতুব্বর গ্রাম – জগদিয়া বালিয়া, থানা- নগরকান্দা, জেলাঃ ফরিদপুর গংদের বিরুদ্ধে গত ০৬/০৪/২০২৫ ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, ফরিদপুর ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৪ ধারা মোতাবেক একটি মামলা করেন।সূত্র নগরকান্দা পিটিশন নং ১৪৪/২৫, স্মারক নং ৪৬৮।
আদালত ২৮/০৫/২০২৫ ইং তারিখে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ কে নালিশি আবেদন কৃত ভূমিতে উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
সে মতে ০৬/০৪/২০২৫ ইং তারিখে নালিশী ভূমিতে উভয় পক্ষ সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে নোটিশ প্রদান করেন।নোটিশ প্রদানের পরে বিবাদী সরোয়ার জান মিয়া গংরা ঘর নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় পুনরায় বাদী পুলিশের সহায়তা নিয়ে ৪ মে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।
বাদী মোহাম্মদ সহিদুল আলম বলেন, আমার নালিশি পৈতৃক সম্পত্তির ১০ শতাংশের মধ্যে ৫ শতাংশ জমির বর্তমান মালিক আমি।আমার জায়গা না বুঝিয়ে দিয়ে বিবাদী গংরা জোরপূর্বক ঘর নির্মাণ করছে।যে কারণে আদালতে ১৪৪ ধারা জারি মামলা করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
অপরদিকে বিবাদী সরোয়ার জান মিয়া বলেন, আমার জায়গায় আমি ঘর উত্তোলন করছি। যে দাগ বা জায়গার উপর আদালত ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করছে সেই দাগের জমি এই জায়গার পাশের জমি।আমার ৯৩১ দাগের জমিতে ঘর নির্মাণ করছি বাদীর জমি ৯৩২ দাগে।
বাদী উক্ত দাগে জমি পাবে সোয়া ৩ শতাংশ জমি আর আমরা বাদী সহিদুল আলম এর দখলে থাকা পুরান বাড়িতে সাড়ে ১১ শতাংশ জমি পাব।আমাদের নামে দলিল ও রেকর্ড রয়েছে।পর্চায় এহস বদল রেকর্ড উল্লেখ আছে। আমার আর্থিক ক্ষতি ও আমার সম্মান নষ্ট করতে তারা মিথ্যা মামলা করে হয়রানি করছে। এছাড়া আমিও আমার সম্পত্তি ফিরে পেতে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করছি।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা