ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারাদেশ

নগরকান্দায় ৮০ বছরের বৃদ্ধা মা ছাগলের ঘরে বন্ধি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৫, ১:৩২ বিকাল

Link Copied!

ডেক্স রিপোর্ট

ফরিদপুরের নগরকান্দায় সবজান খাতুন নামে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ছাগল পালনের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে তারই ছেলে আবুল কালামের বিরুদ্ধে।
বছরের পর বছর ছাগলের ঘরে বন্ধি করে রাখার কারনে অসহ্য হয়ে রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি ডাক-চিৎকার শুরু করলে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।
বৃদ্ধা সবজান খাতুন নগরকান্দা উপজেলার কোদালিয়া-শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের মৃত হামিদ শেখের স্ত্রী।

প্রতিবেশীরা জানান, কয়েক বছর ধরে সবজান খাতুনকে ছাগল রাখার ঘরে আটকিয়ে রেখেছে সন্তান আবুল কালাম ও তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময়ে সবজানকে নানান রকম মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন তারা। এমনকি ঠিকমতো খাবারও দিতেন না। বৃদ্ধা বয়সে তিনি ওই ঘরেই অবহেলা-অযত্নে দিন কাটাচ্ছিলেন। ওখান থেকে কখনো তাকে বের হতে দিতেন না।

তবে ছাগলের ঘরে থাকতে থাকতে অসহ্য হয়ে পড়েন সবজান। একপর্যায়ে রবিবার বিকেলে ডাক-চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখান থেকে বের করে আনেন। এমন অবস্থায় প্রশাসনকে বৃদ্ধা সবজানের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন স্থানীয়রা।
বৃদ্ধা মাকে ছাগলের ঘরে অবরুদ্ধ রাখার বিষয় জানতে চাইলে ছেলে আবুল কালাম বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব তাতে কার কি?

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই।

তবে এই রকম কোনো ঘটনা ঘটেছেকিনা ঘটনাস্থলে আমি নিজে গিয়ে দেখব এবং অসহায় বৃদ্ধাকে সহযোগীতার জন্য যা যা করা দরকার আমি তাই করব। সেই সঙ্গে তার পরিবার থেকে যদি এমন কিছু করা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা