ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগে তোলপার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুনe ২০২৫, ১০:২৯ বিকাল

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দৈনিক সংবাদের প্রতিনিধি সাইফুল ইসলামের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগে তোলপাড় হয়ে উঠেছে। স্থানীয় কৃষক রফিকুল ইসলাম পান্নুর বাড়ি থেকে দুটি হাঁস চুরি করে পিকনিক করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ মে) রাতে পান্নুর বাড়ি থেকে দুটি হাঁস চুরি হয়। কৃষকের স্ত্রী জানান, প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় হাঁস ও মুরগীর ঘরের দরজা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন সকালে দরজা খুলে দেখতে পান, দুটি হাঁস নিখোঁজ। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানান এবং তারা খোঁজখবর নিয়ে চুরির ঘটনার সূত্র খুঁজে বের করার চেষ্টা করেন।

স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাঁস চুরির স্থানের পাশে পেপে গাছের ডাট ফেলে রাখা আছে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে সাংবাদিক সাইফুল ও আরও তিনজন মিলে এলাকায় একটি বাড়িতে পিকনিক করেছে এবং সেই বাড়ির আঙিনায় পেপে গাছ ছিল। চুরির স্থান এবং পিকনিকস্থলে মিল পাওয়া যায়, এবং চোর শনাক্ত করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, সাইফুল এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। প্রায় এক বছর আগে তিনি পাশের বাড়ির শাজাহান নামের এক ব্যক্তির সুপারি চুরি করে বাজারে বিক্রি করেন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে মেম্বার ও চৌকিদার ঘটনাটি মীমাংসা করে দেয়।

এ বিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক বসানো হয়েছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাইফুলের অভিভাবকদের কাছে ক্ষতিপূরণের বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযুক্ত সাংবাদিক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা