ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৬:৪৮ বিকাল

Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।

দিবসের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যরিষ্টার এম সরোয়ার হোসেন, বিজ্ঞাণ অনুষদের ডিন ড. আকতার হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম সহ অতিথিবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “এই বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের একটি আলোকবর্তিকা। আমরা চেষ্টা করছি গবেষণার পরিধি বাড়াতে ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে। আলোচনা শেষে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। দিনটি সবাইকে উজ্জীবিত করে আরও নতুন উদ্যমে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা