ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

‘ভাই পানি দেন, আমাদের বাঁচান!’ ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনে যাত্রীদের আতঙ্ক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৭:১৯ সকাল

Link Copied!

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার কারণে ট্রেনের যাত্রীরা প্রাণপণে আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার করে তারা সাহায্য চাইতে থাকেন, এবং কিছু যাত্রী বাঁচার আকুতি জানিয়ে বলছিলেন, ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান!’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে এই আগুন লাগে। স্থানীয়দের সহযোগিতায় রেলের কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন।

স্টেশন সূত্রে জানা যায়, ধলা স্টেশন পার করার পর ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে, যা মুহূর্তের মধ্যে আগুনে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েকজন যাত্রী চিৎকার করে একে অপরকে সাহায্য করতে বলছিলেন, পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল যে কেউ কেউ প্রাণ বাঁচানোর জন্য সাহায্য চাচ্ছিলেন।

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ‘জয়দেবপুর জংশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আগুন লাগার পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ময়মনসিংহ বিভাগে যেতে পারছে না।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নেভানোর পরই হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যাবে।’

এ ঘটনায় সবার নিরাপত্তার জন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাণপণে আগুন নেভানোর কাজ করছেন।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা