ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

মাধবপুরে বুল্লা গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৩:৫৮ বিকাল

Link Copied!

শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বুল্লা গ্রামে উৎসবমুখর পরিবেশে যুবকদের আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মামুনুর রশীদ, আশরাফ, হারুনুর রশীদ, কাউছার আহমেদ, শাহ আলম, ফারুক, শানু, নজরুল, জয়নাল, সাদিল, কুদরত, হান্নান, শান্ত, এমরান, আল আমিন, শাহ জাহান, এবং জিয়াউল হক।

প্রতিযোগিতায় মোট ১২টি ঘোড়া ৪টি ক্যাটাগরিতে অংশ নেয়। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ফিরিয়ে আনতে, সেই সঙ্গে গ্রামের সাধারণ মানুষদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে থাকে। বিকেলে হাজারও মানুষের উপস্থিতিতে তা এক মিলনমেলায় পরিণত হয়।

সন্ধ্যায় ঘোড়া দৌড়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১ম পুরস্কার হিসেবে ছিল একটি ফ্রিজ, ২য় পুরস্কার এলইডি টিভি, এবং ৩য় পুরস্কারও এলইডি টিভি। প্রথম স্থান অধিকারী সোনার ময়না, দ্বিতীয় স্থান অধিকারী বাংলার নবাব এবং তৃতীয় স্থান অধিকারী রায়হান টাংগাইল।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী জসীম মিয়া বলেন, “খেলা দেখার জন্য দুপুর থেকে এসে বসে আছি। খুব আনন্দ পেয়েছি। এতদিন শুধু বইয়ের মধ্যে পড়েছি এবং শুনেছি, আজ নিজ চোখে দেখে দারুণ মজা পেয়েছি।”

বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশীদ বলেন, “ঘোড়াদৌড়সহ গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে। একই সঙ্গে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, সাধারণ মানুষের বিনোদন দিতে এবং ঐতিহ্য ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন মোঃ ধলাই মিয়া সর্দার, ইউপি মেম্বার হেলাল মিয়া, মরতুজ আলী সর্দার, বিশিষ্ট মুরুব্বি ফুল মিয়া সর্দারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা