বিপ্লব ইসলাম,
লংগদু,(রাংগামাটি)
পার্বত্য জেলা রাংগামাটির লংগদুতে প্রথম প্রহরে ফুল বিঝু-র দিন সকালে নতুন উদ্যোমে লংগদু রিদিসুদোম যদাবল ক্লাবের আত্মপ্রকাশ।
শনিবার (১২ এপ্রিল) সকালে ব্যানার সহ কাঠালতলী এলাকায় সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় লংগদু রিদিসুদোম যদাবল ক্লাবের আহবায়ক আহবায়ক চম্পা চাকমা,সদস্য সচিব দীনেশ চাকমা ও লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা (বলি) উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন,পাহাড়ি সংস্কৃতির প্রাণবন্ত উৎসব ফুল বিঝু–র পবিত্র এই দিনে, আমরা দাঁড়াচ্ছি ইতিহাসের এক নতুন দিগন্তে। আজ শুধু উৎসবের নয়, আজ আমাদের স্বপ্নের বীজ থেকে জন্ম নিচ্ছে এক গৌরবময় উদ্যোগে রিদিসুদোম যদাবল ক্লাব এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
এটি কেবল একটি ক্লাব নয়,এটি একটি প্রতিশ্রুতি,পাহাড়ি সংস্কৃতির শুদ্ধ ধারাকে লালন করার, আমাদের ঐতিহ্যকে গর্বভরে ধারণ করার, আর সমাজের প্রতি দায়িত্বশীল এক নতুন প্রজন্ম গড়ে তোলার।
এসময় বক্তারা আরও বলেন,
আমাদের লক্ষ্য স্পষ্ট,তরুণদের অন্তরে জ্বেলে দেওয়া জ্ঞানের আলো,সৃষ্টিশীলতা আর সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে আনা প্রাণের উচ্ছ্বাস,
এবং পাহাড়ি সমাজের কল্যাণে এক নবতর সংগঠিত পথচলা শুরু করা।
যেভাবে ফুল বিঝুর সুবাসে প্রকৃতি নতুন করে জেগে ওঠে,তেমনি “রিদিসুদোম যদাবল ক্লাব” হয়ে উঠুক এক সাংস্কৃতিক নবজাগরণের অনন্য বাতিঘর।
সংগঠনের দায়িত্বশীলদের আহবান করে অন্যান্য সদস্যদের লক্ষ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে এ ঐতিহাসিক দিনের সাক্ষী হই ফুলের মতো নির্মল হোক আমাদের চেতনা,
আলোকিত হোক ভবিষ্যৎ রিদিসুদোম যদাবল ক্লাব-এর দীপ্ত আলোয়।
উল্লেখ যে,এটি একটি সামাজিক সংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন যার নাম রিদিসুদোম যদাবল ক্লাব অর্থাৎ রিদিসুদোম মানে রীতিনীতি ও সংস্কৃতি আর যদাবল মানে একতা যার পুর্নাঙ্গ অর্থ হলো রীতিনীতি ও সংস্কৃতিক একতা ক্লাব।