ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

‘সরকারের নতুন পলিসি জাতীয় চামড়া সম্পদের ধ্বংস ডেকে আনবে’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ জুনe ২০২৫, ১১:০৩ সকাল

Link Copied!

ক‌ওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন কওমি মাদ্রাসা ও এতিমখানায় সরকারিভাবে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ। একইসঙ্গে সরকারের বাণিজ্য উপদেষ্টার ঘোষণা ঈদ পরবর্তী ১০ দিন পর্যন্ত রাজধানীতে কাঁচা চামড়া ঢুকতে না দেওয়া। আমরা মনে করি যারা চামড়া শিল্পের সঙ্গে জড়িত তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত ছিল। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে রাজধানীতে অবস্থিত মাদ্রাসাগুলো অধিক উপকৃত হবে। পাশাপাশি গ্রাম-গঞ্জের মাদ্রাসাগুলো আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। মধ্যস্বত্তভোগীরা আরও অধিক মুনাফার সুযোগ পাবে।বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির দেওনার পীর অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ এসব কথা বলেন।

নেতারা বলেন, সরকারি অনুদানের লবণ বণ্টনে নানা প্রকার দুর্নীতি ও অনিয়মে মাদ্রাসা কর্তৃপক্ষ জড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। স্থানীয় দলীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হবে। সামান্য লবণ অনুদান গ্রহণের মাধ্যমে কওমি মাদ্রাসার স্বকীয়তা, মূলনীতি, ভাবধারা ক্ষুণ্ন হবে। কওমি মাদরাসায় সরকারি অনুদান গ্রহণের সংস্কৃতি সৃষ্টি হবে। ভরা বর্ষা মৌসুমে মফস্বল এলাকার অধিকাংশ মাদ্রাসার চামড়া সংরক্ষণের পর্যাপ্ত জায়গা, দক্ষজনবল এবং প্রাক প্রস্তুতিমূলক ব্যবস্থা না থাকায় মাদ্রাসার পরিবেশ কলুষিত হবে। মাদ্রাসা কর্তৃপক্ষকে মারাত্মক দুর্ভোগের শিকার হতে হবে। সংরক্ষণের বিড়ম্বনায় ঈদের ছুটি থেকেও বঞ্চিত হবে মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে। বিপাকে পড়তে হবে আংশিক মূল্যে সংগৃহীত চামড়া নিয়ে। ক্ষতিগ্রস্ত হবে চামড়ার মূল্যের প্রকৃত হকদার দরিদ্র জনগোষ্ঠী, মফস্বল এলাকার চামড়া ব্যবসায়ীরাও বেশি ক্ষতিগ্রস্ত হবে।নেতারা বলেন, ঈদ পরবর্তী ১০ দিন রাজধানীতে কাঁচা চামড়া ঢুকতে না দিলে সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবে। তারা অবিলম্বে বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারকে পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা