ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হতে হবে তথ্য ক্যাডারকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১০:২১ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ
রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সংকট নিরসন এবং সরকারের বার্তা সঠিকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে গুজব ও অপতথ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে তথ্য ক্যাডার কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুর দারুস সালাম রোডে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ‘বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য সচিব বলেন, তথ্য ক্যাডার কর্মকর্তারা এখন ফ্রন্টলাইনে কাজ করছেন। সামনে নির্বাচন ও গণভোট কার্যক্রম পরিচালনার গুরুদায়িত্ব রয়েছে। মাঠ প্রশাসনে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের কাছে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভ্রান্তি দূর করা তথ্য ক্যাডার কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে শিগগিরই একটি স্বতন্ত্র ‘তথ্য একাডেমি’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে মুহম্মদ হিরুজ্জামান এনডিসি বলেন, লোভ ও ভোগবাদিতা পরিহার করে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করে জনসেবায় আত্মনিয়োগের মধ্য দিয়েই আত্মতুষ্টি ও উৎকর্ষ অর্জন সম্ভব।
প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর প্রশাসনিক ও আর্থিক বিধি-বিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন প্রকল্প প্রণয়ন (ডিপিপি) ও বাস্তবায়নে কর্মকর্তাদের আরও দক্ষ হতে হবে, যাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা যায়।
ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম বলেন, তথ্য ক্যাডার একটি ইউনিক সার্ভিস, যেখানে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে। অন্যদিকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, বৈষম্যহীন ও ‘রেইনবো সোসাইটি’ বিনির্মাণে এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে।
১২ সপ্তাহব্যাপী (তিন মাস) এই প্রশিক্ষণ কোর্সে বিসিএস তথ্য ক্যাডারের ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দাপ্তরিক ও আর্থিক বিধি-বিধান, গণযোগাযোগ কৌশল, উন্নয়ন সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, ফ্যাক্ট চেকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইসিটি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মেধা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
মহাপরিচালক পদক (সর্বোচ্চ সম্মাননা) পান সাইফুদ্দিন আল মাদানী, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, পিরোজপুর।
মেধা তালিকায় প্রথম হন রকিবুল হাসান, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, সিলেট।
যৌথভাবে দ্বিতীয় হন মোছাঃ আফসানা মিমি, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, ঢাকা এবং মো. বেলায়েত হোসেন, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, খাগড়াছড়ি।
যৌথভাবে তৃতীয় হন সাইফুদ্দিন আল মাদানী ও নোবেল দে, তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, ঢাকা।
শ্রেষ্ঠ ব্যবস্থাপক নির্বাচিত হন মো. আব্দুছ ছাত্তার, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, কক্সবাজার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠ্যধারা পরিচালক ও নিমকোর উপপরিচালক মো. আবুজার গাফফারী। প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সাইফুদ্দিন আল মাদানী ও মোছাঃ আফসানা মিমি। অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা ও পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ, পাঠ্যধারা সমন্বয়ক ও উপপরিচালক মো. আব্দুল মান্নান, সহকারী পরিচালক মকবুল হোসাইনসহ নিমকোর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা