ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়

এফবিজেও’র উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৯:৩২ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর উদ্যোগে আজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার বিকেল ৪টায় পুরানা পল্টন কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে এক হৃদয়স্পর্শী দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এফবিজেও’র চেয়ারম্যান ও জাতীয় দৈনিক একুশের সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. শাহজাহান মজুমদার। তিনি বলেন, “খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতির এক যুগান্তকারী চরিত্র। সংকটের সময়েও তিনি দমে যাননি, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন এবং গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
সঞ্চালনা করেন মহাসচিব ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোঃ শামছুল আলম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ফারুক হোসেন।
বক্তারা মরহুমা খালেদা জিয়াকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নির্ভীক নেতা হিসেবে স্মরণ করেন। তারা বলেন, তার নেতৃত্ব ছিল দৃঢ়, মনোবল ছিল অটল, এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বরং অনেকের কাছে তিনি আশা ও সাহসের প্রতীক। বক্তারা তার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং তার পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সচিব ও সিনিয়র সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারী, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম, নূর ই আলম ছিদ্দিকি মুরাদ, মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা জাতীয় রাজনীতি, গণমাধ্যমের দায়িত্ব ও সাংবাদিক সমাজের করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক তথ্য সমাজের কাছে তুলে দেওয়া এবং নৈতিকতার পথে অটল থাকা।”
দোয়া ও আলোচনা সভায় বিভিন্ন প্রেসক্লাব থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের ধারাবাহিকতা কামনা করা হয়। সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফেরাতের জন্য প্রার্থনা করা হয় এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা