সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ ভারতের ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন। ওই দুই তরুণীর সাথে থাকা তিন পর্যটকদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। দুইজনের সন্ধান মিললেও একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ বাহিনী। জানা যায়, এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টায় চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ্যে ছিলেন ইজরায়েলের এক তরুণী, ড্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পংকজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা হয়। পুলিশকে দেওয়া বয়ানে হোমস্টের মালকিন, ওই তরুণীর অভিযোগ করেন, রাতে খাবার খাওয়ার পরে সকলে মিলে খালের ধারের গিয়েছিলেন। তাঁরা যখন ঘুরছিলেন তখন বাইকে চেপে তিন যুবক তাঁদের কাছে আসে। প্রথমে তারা জানতে চায়, কোথায় পেট্রল পাওয়া যাবে। এরপর পর্যটকদের থেকে ১০০ টাকা চায়। টাকা দিতে আপত্তি করায় তারা হামলা চালায়।ড্যানিয়েল, পংকজ ও বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর তারা ইজরায়েলি তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার (৮ মার্চ) পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণীর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। পংকজ ও ড্যানিয়েল কোনওভাবে খাল থেকে সাঁতরে উঠে আসে। কিন্তু বাকি একজনের খোঁজ মিলছিল না। শনিবার (৮ মার্চ) বিভাসের দেহ উদ্ধার হয়েছে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আলাদা টিম গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।