নিউজ ডেক্স
সিলেটের সুনামগঞ্জে র্যাব -৯ সিপিসি -৩ সুনামগঞ্জের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারের খবর পাওয়া গেছে।
জানা যায়,
বুধবার রাত অনুমান পৌনে ১২ টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন বাংলা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশী মদ ১০ বোতল বিয়ার উদ্ধার পূর্বক ১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলো : মহরম আলী (৩৪), পিতা মৃত মিছির আলী সাং কিরন পাড়া, থানা দোয়ারাবাজার জেলা সুনামগঞ্জ।
জানতে চাইলে র্যাব -৯ এর মিডিয়া অফিসার অতি: কেএম শহিদুল ইসলাম সোহাগ, প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব -৯ তৎপর রয়েছে।