ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. সারাদেশ

হাজারো ভক্তের ভালবাসায় সিক্ত হামজা চৌধুরীর বর্ণাঢ্য জীবন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ৪:০৩ বিকাল

Link Copied!

সিলেট ব্যুরো

সিলেটবাসীর গর্ব দেওয়ান হামজা চৌধুরী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের সন্তান। পিতা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী এবং মাতা রাফিয়া চৌধুরী। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
১৯৯৭ সালের ১ অক্টোবর ঝাঁকড়া চুলের দেওয়ান হামজা চৌধুরী ইংল্যান্ডের লাফবারা শহরে জন্ম গ্রহন করেন। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড়।
বৃটিশ গণমাধ্যমের আকর্ষন মাথাভর্তি ঝাঁকড়া চুল। ফুটবলের রঙিন দুনিয়ায় বাংলাদেশের নামটিও বারবার উচ্চারিত হচ্ছে। এই কারণেই হামজাকে নিয়ে গর্ববোধ করছেন ইংল্যান্ডের বাঙ্গালীরা। হামজার ফুটবল প্রতিভা জানতে হলে জানতে হবে ইংলিশ ফুটবলের কঠিন প্রতিদ্বন্দ্বিতা সর্ম্পকে।
খেলছেন ইংল্যান্ড জাতীয় দলে। বাংলাদেশের বেশ কয়েকজন ফুটবলার অতীতে বাংলাদেশের বাইরের লীগে খেললেও তা আটকে ছিল। ক্লাব ফুটবলের মহাযজ্ঞ যে ইউরোপে, সেখানে মানের বিচারে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্ন সুদূর পরাহতই। এমন একটি অবস্থায় বিশ্বখ্যাত ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে যদি কোনো বাংলাদেশী খেলোয়াড়ের নাম চলে আসে, তাতে বসতে হয় একটু নড়েচড়েই।
বিশ্বকাপ ফুটবলের বাইরে ফুটবল জগতের অন্যতম উত্তেজনাপূর্ণ আসর ইংলিশ ফুটবল লিগ। এই লিগের মোট চারটি ধাপ। দেশের সেরা ২০টি ক্লাব নিয়ে হয় প্রিমিয়ার লিগ। দ্বিতীয় সারির ২৪টি ক্লাব খেলে চ্যাম্পিয়নশিপ। তারপরে যথাক্রমে ‘লিগ ওয়ান’ এবং ‘লিগ টু’। এই দুটি লিগেও ২৪টি করে ক্লাব। চার ধাপের মোট ৯২টি ক্লাবের সমন্বয়ে গঠিত ইংলিশ ফুটবল লিগের প্রতিটি ধাপই একটি আরেকটির সঙ্গে যুক্ত। এসব লিগ পর্বের ক্লাবগুলো পেশাদার ক্লাব হিসেবে স্বীকৃত। ২০১৬ সালের প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয় লেস্টার সিটি। ২০১৭ সালের ২৮ নভেম্বর এই ক্লাবের হামজার অভিষেক ঘটে ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে। ২০১৭ সালে বিয়ে হয় হামজা ও অলিভিয়ার। বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী খুব কম বয়সেই বিয়ে করেছেন। ২০২৪ সালের ২৩ আগস্ট দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশী পাসপোর্ট পান। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাকে একটি অনাপত্তি সনদ (NOC) প্রদান করে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়।
ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবের মূল দলে আছেন বাঙ্গালী পরিবারের সন্তান, বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সন্তান দেওয়ান হামজা চৌধুরী।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা