বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে অফিস কক্ষে থাকা আলমিরার তালা ভেঙে একটি স্পিকার, একটি হারমুনিয়াম, ও বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষের চাবি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০মার্চ) রাতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শাহজাহানপুর ইউপি’র অন্তর্গত শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন , উল্লিখিত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনাটি আমাকে বিদ্যালয়ের নৈশ প্রহরী মোবাইলে অবগত করার পরপরই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের নিয়ে আমি বিদ্যালয়ে উপস্থিত হই। ওই রাতে আনুমানিক ৮টা ৩০মিনিট হতে ০৯টা ৩০মিনিটের ভেতরে কে বা কাহারা ওই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটায়। আমার বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে অফিস কক্ষে থাকা আলমিরার তালা ভেঙে একটি স্পিকার, একটি হারমুনিয়াম, ও বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষের চাবি চুরি করে নিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।