বিপ্লব ইসলাম,
লংগদু(রাঙ্গামাটি)
শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আয়োজনে প্রান্তিক পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (০৬ মে) সকাল ৯টায় লংগদু জোনের আয়োজনে লংগদু উপজেলার কাট্রলি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি হতদরিদ্র, অসহায়,অসুস্থ দেড় শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ এর সুব্যবস্থা করেন। এছাড়াও গুরতর অসুস্থ অনেকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় মেডিক্যাল ক্যাম্পেইন এবং আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র জোনের ক্যাপ্টেন মোঃ জাকারিয়া জন, ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।
নদী আর পাহাড় অতিবাহিত করে, প্রান্তিক অসহায় দরিদ্র মানুষের খুঁজে বিনামূল্যে মানবিকতার হাত বাড়িয়েছেন জোন অধিনায়ক মীর মোর্শেদ এসপিপি পিএসসি। এমন দৃষ্টান্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকার ভোগী সাধারণ খেটে খাওয়া মানুষরা।