গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) বেলা ১১টা ৩০ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা ফুটওভার ব্রিজের নিচে ময়মনসিংহ-ঢাকাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, পুলিশ সুপার, গাজীপুর এর দিকনির্দেশনায় এবং জনাব আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে নেত্রকোনা জেলার কলমাকান্দা থেকে আসা মাহিন্দ্র বলেরো কভার্ডভ্যান (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ন-২১-০০৭৬) থামিয়ে তল্লাশি করে ভ্যানের ভিতর ৪টি প্লাস্টিকের বস্তায় রাখা ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় কভার্ডভ্যানের চালক মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-মৃত আমির হামজা, মাতা-মোসাঃ ঝর্ণা বেগম, স্থায়ী ঠিকানা: বোয়ালকান্দি, থানা-চৌহালি, জেলা-সিরাজগঞ্জ; বর্তমান ঠিকানা: লৌহকর পূর্বপাড়া, থানা-কাশিমপুর, গাজীপুর মেট্রো এবং হেলপার মোঃ আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪), পিতা-মৃত সাহাবুদ্দিন, মাতা-মোসাঃ জামিনা বেগম, সাং-রৌহা জামতলা বাজার, পোস্ট: কুমলী, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা—এই দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা এসব মদ শ্রীপুর থানাধীন মাওনা এলাকার এক ব্যক্তি তাজুল ইসলামের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ২৪(খ)/৪১ ধারায় মামলা (নং-৪৫, তারিখ-২১/০৬/২০২৫ইং) রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান।