ঢাকাসোমবার , ২৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

দক্ষিণ এশীয় টেলিকম নিয়ন্ত্রকদের নিয়ে ঢাকায় তিনদিনব্যাপী কর্মশালা শুরু নীতি, বিধি ও সেবাবিষয়ক আলোচনায় ৯ দেশের অংশগ্রহণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৯:৫৮ বিকাল

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজনে ঢাকায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘পলিসি, রেগুলেশন ও সার্ভিসেস’ বিষয়ক কর্মশালা। দক্ষিণ এশীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরি কাউন্সিল (SATRC)-এর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে ২৮-৩০ এপ্রিল চলা কর্মশালায় আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ এবং ইরান-এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রায় ২০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সহযোগী সদস্য হিসেবে অংশ নিচ্ছে চায়নার হুয়াওয়ে, অ্যামাজন ইন্ডিয়া, সিঙ্গাপুরের ইন্টারনেট সোসাইটি এশিয়া লিমিটেড এবং বেলজিয়ামের কুলেন ইন্টারন্যাশনাল।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশেষ অতিথি ছিলেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মাসানরি কুন্ড এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটির সদস্য ও কর্মশালার সভাপতি ড. খাওয়ার সিদ্দিক খোকা। সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো: এমদাদ উল বারী (অব.)।

প্রধান অতিথির বক্তব্যে তৈয়্যব বলেন, “দক্ষিণ এশিয়ায় রেগুলেটরি চ্যালেঞ্জ পশ্চিমা বিশ্বের চেয়ে বেশি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ‘থ্রি-জিরো’—শূন্য কার্বন, শূন্য দূষণ ও শূন্য বেকারত্ব—নীতির আলোকে আমাদের কাজ করতে হবে।”

মাসানরি কুন্ড বলেন, “এই কর্মশালার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ নীতি ও রেগুলেশন প্রণয়নে সহায়ক হবে।”

ড. খোকার মতে, “সুলভ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নিয়ন্ত্রক ও অন্যান্য অংশীজনদের মধ্যে সহযোগিতা জরুরি।”

বিটিআরসি চেয়ারম্যান বলেন, “ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি-সহ আধুনিক প্রযুক্তি গ্রহণে পারস্পরিক সমন্বয় জরুরি। বাংলাদেশ ইতিমধ্যে ডিজিটালাইজেশন ও আর্থিক অন্তর্ভুক্তিতে অগ্রগতি করেছে।”

কর্মশালার প্রথম দিন ফিক্সড ও মোবাইল ব্রডব্যান্ড নিয়ন্ত্রণ, ইউনিভার্সেল সার্ভিস ফান্ড ব্যবস্থাপনা ও ই-বর্জ্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে ডিজিটাল গ্রাহক সুরক্ষা, ট্যারিফ নীতি এবং স্মার্ট সিটি বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার বিষয়ে মতবিনিময় হবে। শেষ দিনে থাকবে নেট নিরপেক্ষতা ও দক্ষিণ এশিয়ায় ডিজিটাল রূপান্তর বিষয়ক আলোচনা।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে গঠিত SATRC দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নীতিমালা, তরঙ্গ ব্যবস্থাপনা এবং মান নির্ধারণে সমন্বিত উদ্যোগ নিয়ে থাকে।

আরও পড়ুন

কসাই মানে না নিয়ম, সিটি করপোরেশন ও পৌরসভা দেখেও চুপ — দেশজুড়ে বাড়ছে অ্যানথ্রাক্সের ভয়!

বিশ্ব ডাক দিবস উপলক্ষে পরিবেশ উপদেষ্টার আহ্বান: পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যবের বৈঠক

চাকরি করার জন্য নয়, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় গোল টেবিল আলোচনায় প্রেস সচিবের মন্তব্য ‘বাসস, বিটিভি ও বেতারে নিয়োগে স্বজনপ্রীতি হয়েছে

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৩ প্রদান

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্সের সঙ্গে আইসিটি বিশেষ সহকারীর সৌজন্য সাক্ষাৎ

আহত সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

“আন্তর্জাতিক মর্যাদায় ভূষিত: ড. হেমাংশু পরমার যুক্তরাজ্যের অ্যাপেলটন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত”

এক লক্ষ শিক্ষার্থীকে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

পিআইবির সেমিনারে মোনতাসির মারাই: পশ্চিমা গণমাধ্যমে পক্ষপাত স্পষ্ট

দেশব্যাপী সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা